এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ বাঁচা মুন্সির পাড়ায় গত ১২ ডিসেম্বর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর পর ১৫ ডিসেম্বর দুপুরে এক ব্যক্তি মারা গেছেন। নিহত দেলোয়ার হোসেন (৪৫) ওই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। দেলোয়ার পেশায় একজন ভিডিওগ্রাফার ও ৩ সন্তানের জনক। মাদকসেবনের ঘটনায় পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
জানা যায়, ঘটনারদিন মদসেবন করে বাড়িতে আসার পর স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেন। ফলে তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। দু’দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।