এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ২৮ মার্চ দিনগত রাতে ৭ ও ৮ নং ওয়ার্ডে ৮টি গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার এস এম ইউনুচ গরু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। গরু ৮টির মূল্য ৭ লক্ষাধিক টাকা বলে জানায় ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা হলেন আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের মৌলভী পাড়ার প্রয়াত মোজাফফর মাষ্টার পরিবারের ৪টি, সন্নিহিত তহশিলদার পাড়ার প্রীতি দাশ ও বিপুল দাশের ২টি করে ৪টি।

এ ব্যাপারে লোহাগাড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য প্রয়াত মোজাফফর মাষ্টারের পুত্র মোঃ ফোরকান চৌধুরী সুমন।
স্থানীয় সূত্রে প্রকাশ, নোয়াহ সার্ভিসের একটি গাড়িতে করে কয়েক ব্যক্তি রাতে এলাকায় টহল দেয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশের গাড়ি ভেবে ওইদিকে নজর দেয়নি। ভোরে দেখতে পায় গোয়াল ঘরে গরুগুলো নেই। গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরুগুলো চুরি করে বলে জানা যায়।