
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পশ্চিম হাজারবিঘা গ্রামে ২৪ জানুয়ারী ভোররাতে তিন গৃহস্থের ৬টি গরু চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে তারা দাবী করছেন।
ক্ষতিগ্রস্থরা হলেন মুক্তিযোদ্ধা বজল আহমদ, সাইফুল বাবুর্চি ও অলি আহমদ। শেষ খবর পাওয়া পর্যন্ত সম্ভাব্যস্থানে খোঁজ করেও গরুর কোন সন্ধান পাওয়া যায়নি। লোহাগাড়া থানায় কোন মামলা হয়নি বলে ডিউটি অফিসার এএসআই জেসমিন আক্তার জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা বজল জানিয়েছেন, তারা যথারীতি প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরুগুলি রাতে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা গরুগুলো নিয়ে যায়। গরু হারিয়ে অসহায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি এলাকার বিভিন্নস্থানে গরু চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner