নিউজ ডেক্স : ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমিতে চারদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এ উপলক্ষে আগামীকাল ২৬ জানুয়ারি বিকেল ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদযাপন পর্ষদের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি হাবীবুল্লাহ সিরাজী সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।