নিউজ ডেক্স : চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত পরিচয়ে মাথা বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বরুমছড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছি।
নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অজ্ঞাত ওই তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। উদ্ধার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তরুণীর মরদেহ এখানে ফেলে গেছে। অনুসন্ধানে ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করা গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।