লোহাগাড়ার আধুনগরে বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া ও ৯ নম্বর ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে এই ফুডপ্যাক বিতরণ করেন দুবাই প্রবাসী সমাজসেবক ফজলুল চৌধুরী।

তিনি বলেন, এই দুর্যোগ মুহুর্তে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বন্যা কবলিত অসহায় মানুষের পাশে স্ব স্ব এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।