নিউজ ডেক্স : পরিস্থিতি অনুকূলে না থাকায় আজ শনিবার (০৪ আগস্ট ২০১৮) থেকে নাইট কোচও চালানো বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার বিকেলে সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গত রবিবার (২৯ জুলাই ২০১৮) সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে চলমান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কারণে দিনের বেলায় বাস চলাচল বন্ধ থাকলেও রাতে দূরপাল্লার বাস চলাচল করতো। তবে, আজ থেকে রাতের বেলাও বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সমিতি।