Home | দেশ-বিদেশের সংবাদ | আজ জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী

আজ জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী

ziaur-rahman20170119005323

নিউজ ডেস্ক : বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

দিবসটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার বিকেলে রাজধানীর কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপিপন্থী ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে “ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ” এর আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান নিযুক্ত হন। ১৯৭৫-এর ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান।

তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!