বি. কে বিচিত্র, বান্দরবান : ১৩৯ তম রাজ পুণ্যাহ মেলা ২১ ডিসেম্বর থেকে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হচ্ছে। বোমাং রাজা উ চ প্রু বলেন, ২১ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। তবে চাহিদার বিপরীতে এ সময়কাল বাড়ানো যেতে পারে । বোমাং কার্যালয় সূত্রে জানা যায়, খাজনা আদায়ের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
প্রসঙ্গত, পার্বত্য এলাকা বান্দরবানে প্রায় ১০৯টি মৌজার জুম খাজনা আদায়ের মহোৎসবটি রাজপুণ্যাহ । মেলাকে ঘিরে জেলার ১১টি আদিবাসীর সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় । মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রকমারি দোকানের পসরা বসে। মেলাকে ঘিরে এ সময় পাহাড়ি বাঙালিদের মিলন মেলা পরিণত হয় আর দেশি- বিদেশি পর্যটকের ভিড় দেখা যায়।