এলনিউজ২ডটকম : আগামীকাল ২ ডিসেম্বর বিকেল ৩টায় পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ওমর ফারুকের জামিনপ্রাপ্তি উপলক্ষে পদুয়া তেওয়ারীহাট বাজারে এক গণসংবর্ধনা দেয়া হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা বারের পিপি এডভোকেট আ.ক.ম সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মনির আহমদ সিকদার।
উল্লেখ্য, ওমর ফারুক কিছুদিন আগে কবরস্থানের টাকা আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার হয়েছিলেন। তিনি সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।