এলনিউজ২৪ডটকম : আইমান ইলিয়াছ অভি এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উক্ত উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল। তার পিতা মোহাম্মদ ইলিয়াছ লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ¦ মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিভিাগের সহ. অধ্যাপক, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া সংবাদদাতা। তাঁর মাতা খালেদা বেগম একজন গৃহিনী। সে বাঁশখালীর পৌরসভার ঐতিহ্যবাহী নেয়াজর পাড়া এলাকার মৃত মোজাহেরুল হকের নাতী। সে সকলের দোয়া প্রার্থী।