আন্তর্জাতিক ডেক্স : আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে। বুরকিনা ফাসো সীমান্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকপ্টারে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন।
আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি ওই এলাকায় নজরদারি মিশনে অংশ নিয়েছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আইভরি কোস্টের সঙ্গে বুরকিনা ফাসোর স্থল সীমান্ত থাকায় সেখানে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে।
গত বছর বুরকিনা ফাসোয় বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা। তারপর থেকেই দেশটি নিরাপত্তাহীনতার ‘হটস্পটে’ পরিণত হয়েছে।