
নিউজ ডেক্স : অল্পের জন্য বড় কোন আশঙ্কা থেকে রক্ষা পেলেন চলন্ত বাসের ২০ যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়া ব্রিজ এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে হেলে পড়ে। কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজের নিচেই রয়েছে বিশাল গর্ত। যার কারণে বড় ধরনের হতাহতের আশঙ্কা থেকে রক্ষা পেল বাসে থাকা ২০ যাত্রী।
গাড়িটি মহাসড়কের উপর রোড ব্লক হয়ে যাওয়ায়। প্রায় আড়াই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে গাড়িটি জব্দ করে গোদাগাড়ী মডেল থানায় নেওয়া হয়েছে বলে ট্রাফিক টিএসআই মাহবুব আলম জানান। -ইত্তেফাক