নিউজ ডেস্ক : বাংলাদেশে সাময়কিভাবে বন্ধ থাকা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অবশেষে খুলে দেয়া হয়েছে। বিটিআরসি`র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ফেসবুক খুললেও অ্যাপসগুলো খুলতে আরো কয়েক দিনের আনুষ্ঠানিকতা রয়েছে।