Home | সাহিত্য পাতা | অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার

অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার

496

 ______ফিরোজা সামাদ ______

ওস্যান প্যারাডাইস রিসোর্টের বারান্দায়
বসে তোমার ঢেউয়ের গর্জন শুনা যায়
অদৃশ্য মায়াবী সুর তার,
সে সুরে মায়ার বাঁধণে বাঁধে হৃদয় আমার
তুমি অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার !!

যতদুর চোখ যায় দেখি জলরাশি
ছুঁয়েছে অাকাশ তোমায় ভালোবাসি
দিয়েছো তুমি তব বুকে ঠাই
সফেদ ফেনিলে মিলে যায় নিমিষেই
ঢেউয়ে ঢেউয়ে মিশে যাও বুকে প্রিয়ার
তুমি অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার !!

রেশমী লাল ভোর প্রভাতে উদিত হয়
উষসী তোমার ভেতর থেকে নির্ভাবনায়
মুগ্ধতায় জুড়ায় প্রাণ সব নারী পুরুষের
সোনাগলা জল দেয় তোমার উপহার
তুমি অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার !!

মধ্যপ্রহরে দেখি রূপালী সূর্যের রণতূর্য
চকচকে রূপ তোমার ঝিলমিল উপহার
ফেনায়িত ঢেউ জলকেলিতে প্রেমের অভিসার
হৃদয় তোমার বিশাল থেকে বিশালতর
তুমি অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার !!

কোজাগরী পূর্ণিমায় চন্দ্রাবতী লুটিয়ে
তোমার পরে
শ্বেতশুভ্র জলরাশিতে প্রেম নিবেদন
করুন সুরে গায় বিরহের গান
সৈকতে অাছড়ে পরে অাত্মহুতি তার
তুমি অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার !!

প্রেমিক প্রেমিকার অন্তর জুড়ায়
সহস্র মানুষের হৃদয় হারায়
তোমাতে বিসর্জন দেয় শতো জ্বালা
তোমার প্রেমে পুলকিত মন সবার
তুমি অপরূপা সমুদ্র সৈকত কক্সবাজার !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!