Home | দেশ-বিদেশের সংবাদ | অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে এমপি লিটনের মৃত্যু

অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে এমপি লিটনের মৃত্যু

1483186976

নিউজ ডেক্স : দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিতে অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনিমেষ মজুমদার।

রোববার সকাল সাড়ে ১০টায় ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ তিনি এ তথ্য জানান।

ডা.অনিমেষ মজুমদার বলেন, তার (এমপি লিটন) বুকে দুইটি, পিঠে একটি ও হাতে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি গুলি বুকের ভেতরে আটকা ছিল। সেটা আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া লিটনের কিডনি, লিভার ও ফুলফুসে পানি এবং জমাট রক্ত পাওয়া গেছে। গোটা পেট জুড়েই ছিল অতিরিক্ত রক্তক্ষরণ।

এর আগে সকাল ৯টায় ফরেনসিক বিভাগের প্রধান ডা. নারায়ন চন্দ্র সাহার নেতৃত্বে তিন জন চিকিৎসক এমপি লিটনের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!