এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনারোধে লোহাগাড়া উপজেলা পরিষদ ও থানার সামনে ¯িপ্রডব্রেকার নির্মাণের দাবীতে ১৮ মে সকাল ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহাসড়কের উপজেলা পরিষদের সামনেলোহাগাড়ানিউজ২৪ডককম’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও লোহাগাড়ানিউজ২৪ডককম’র উপদেষ্টা নুরুল ইসলাম, দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি ও লোহাগাড়ানিউজ২৪ডককম’র উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, লোহাগাড়ানিউজ২৪ডককম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, রাজনীতিবিদ আবদুল জব্বার, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সাত্তার সিকদার, এলায়েন্স ইঞ্জিনিয়ারীং’র স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, লোহাগাড়ানিউজ২৪ডককম পরিবারের মিছবাহ উদ্দিন রাজিব, আলাউদ্দিন ও মারুফ খানসহ স্থানীয় লোকজন।
মানববন্ধন শেষে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করেন, দক্ষিণ চট্টগ্রামের সর্বদক্ষিণের উপজেলা ও থানা লোহাগাড়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশেই অবস্থিত এই উপজেলা। উপজেলা পরিষদ ও থানা প্রশাসন পাশাপাশি অবস্থিত বিধায় প্রতিনিয়ত অগণিত মানুষের আগমন ও উপস্থিতি ঘটে। তাছাড়াও এই মহাসড়কের ওপর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচলের গতিও বেপরোয়া। উল্লেখ্য অতীতে বেশ ক’বার মারাত্মক দূর্ঘটনার শিকার হয়ে অনেকে নির্মমভাবে মৃত্যুবরণ করে। গতো ১৬ মে ২০১৫ ইং বেলা ১টা ১৫ মিনিটেও উপজেলা পরিষদের সামনে মহাসড়কের ওপর মারাত্মকভাবে জনৈক ব্যক্তির মৃত্যু হয়। এমতাবস্থায় এই মহাসড়কের ওপর গতিরোধক ‘¯িপ্রডব্রেকার’ নির্মাণ অতীব প্রয়োজন। অন্যথায় গাড়ি চালকের গাড়ির বেপরোয়া গতি এভাবে অনেকের প্রাণ কেড়ে নেবে। আপনার সুন্দর ও মানবিক হস্তক্ষেপ দূর্ঘটনারোধে সুরক্ষার দেয়াল সৃষ্টি করবে।